ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: বিএনপি

এ বছরের ডিসেম্বরের আগেও আগামী জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, সেটাও বলেছি। এখানে সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐকমত্য থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে।'
বুধবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'তাছাড়া জুলাই সনদে সই করা সময়ের ব্যাপার না। তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।'
তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আমরাও সেটাই বলেছি।'
খসরু এই মন্তব্যগুলো করেন তখন, যখন তাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা 'আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বক্তব্যে সন্তুষ্ট নয়-বলে করা মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খসরু এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে আজকের বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট না।
এদিকে গুলশানে যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশন নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের বিষয়ে খসরু বলেন, দুই পক্ষ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছে।
তিনি বলেন, 'শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুল্ক সহনীয় পর্যায়ে রাখতে বলেছি। অন্যথায় বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।
তিনি বলেন, 'সবারই জানতে আগ্রহ, নির্বাচন কবে হবে। এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বলেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া সহজ।'
তিনি আরও বলেন, তারা আমাদের অর্থনৈতিক নীতিমালার বিষয়েও জানতে চেয়েছে। আমরা বলেছি, আমাদের সময়েই সবচেয়ে ভালো অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়িত হয়েছে। এসব সংস্কার অর্থনীতিতে সমৃদ্ধি এনেছে। তারা এতে একমত হয়েছেন।
এদিকে প্রশাসন অনেক ক্ষেত্রে বিএনপির পক্ষে কাজ করছে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খসরু কোনো জবাব দিতে রাজি হননি।
নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে নাহিদ সাংবাদিকদের বলেন, 'আমরা দেখছি প্রশাসন বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ নিয়েছে। মাঠ পর্যায়ে চলমান চাঁদাবাজির বিষয়েও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এমন প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়।'