ভোলার গ্যাস যাবে ঢাকায়, রুট পরিবর্তনের প্রতিবাদে খুলনায় সমাবেশ

খুলনায় ভোলা-বরিশাল-খুলনার পাইপ লাইনে গ্যাসের রুট পরিবর্তনের প্রতিবাদে এবং দ্রুত পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তারা বলেন, খুলনার কোনো কিছুই আন্দোলন ছাড়া গড়ে ওঠেনি, আন্দোলন না করে সাধারণভাবে কখনো কিছু আমরা পাইনি। আমি মনে করি আরো একটি বড় আন্দোলন গড়ে তোলা দরকার। কারণ কলকারখানায় সব বন্ধ হয়ে গেছে, খুলনা নগরী এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আমরা যদি সোচ্চার না হই আমরা যদি আন্দোলন না করি, তাহলে কখনো আমরা পাইপ লাইনে গ্যাস পাবো না।
তিনি বলেন, দলমত নির্বিশেষে কঠোর কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে খুলনার দাবি নিয়ে যে আন্দোলন করছে পাইপ লাইনে গ্যাস আনার বিষয়ে, সে ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের দুইটি বন্দর আছে; একটা চট্টগ্রাম আর একটা মোংলা। কিন্তু এই মোংলা বন্দরে ইনভেস্টমেন্ট আসে না কারণ এখানে যাতায়াত ব্যবস্থা ভালো না। বন্দরকে সচল করতে হলে প্রয়োজন একটি বিমানবন্দর।
বিভিন্ন নেতা-কর্মীরা তাদের বক্তব্যে বলেন, যতদিন তাদের এই দাবি মানা হবে না ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বৃহত্তর খুলনা সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফু উজ জামান তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের এই দাবি মানা না হলে খুব শিগগিরই আগামী মাসে কর্মসূচি পালন করব।
বেলা ১২টায় কর্মসূচির সমাপ্তি ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেওয়া হয়।
শেখ আশরাফ উজ জামান- এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সভাপতি জনাব এডভোকেট শফিকুল আলম মনা, জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব জনাব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, খুলনা মহানগর জামায়াতে ইসলামের আমির মাহফুজুর রহমান, খুলনা নাগরিক সমাজের সভাপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক নেতা অ্যাডভোকেট রাকিবুল আলম সাচ্চু, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বৃহত্তর খুলনায় উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রেহেনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।