ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা পুনরায় নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে (গ ইউনিট) উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এমসিকিউ ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়া হবে আগামী ১৭ মে।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা শুধু উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য পুনরায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ১৭ মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।
আদালতের নির্দেশনা অনুযায়ী কেবল ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এই পরীক্ষা পুনরায় নেওয়া হচ্ছে।
এদিকে, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৭ এপ্রিল সকাল ১১টায়। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো সমাধানে পৌঁছাতে না পারায় পরবর্তী সিদ্ধান্ত অনিশ্চিত হয়ে পড়ে।
এর মধ্যে গত ২০ মার্চ ফলাফল প্রকাশের উদ্যোগ নিলে ভর্তি পরীক্ষার্থীদের একটি অংশ হাইকোর্টে রিট করেন। এরপর আদালত দুই মাসের জন্য ফল প্রকাশে স্থগিতাদেশ (স্টে অর্ডার) দেন।