ভাষণ রেকর্ডিংয়ে ডাকল কোকিল, প্রধান উপদেষ্টা বললেন, ‘ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হবে না!’

রাত পোহালেই পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে আগামীকাল সোমবার সকালে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
যে মুহূর্তে প্রধান উপদেষ্টার এই ভাষণ রেকর্ড করা হচ্ছিল, ঠিক তখনই একটি কোকিল উড়ে এসে কুহু কুহু ডাকতে শুরু করে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ঘটনাটির কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি লিখেছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যখন বাংলা নববর্ষের ভাষণ রেকর্ড করা শুরু হয়, তখন কোথায় থেকে একটি কোকিল এসে ঠিক আমাদের মাথার ওপরে লম্বা একটি গাছের ডালে বসে ডাকতে শুরু করে। স্যার (ড. ইউনূস) তখন হাসি দিয়ে বললেন, যাক আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হবে না!
তিনি লিখেছেন, সত্যি বলতে কোকিলটি সাড়ে তিন মিনিটের এই ভাষণের পুরো সময়টাতে এভাবে ডেকে যায়। বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত এই পাখির ডাক যেন আশা ও সমৃদ্ধির নতুন এক বাংলা নববর্ষের সূচনা করছে!!!
এখানেই শেষ নয়, কোকিলের এই গল্পে ভাগ বসিয়েছে কয়েকটি কাকও।
কাকের গল্পটির কথা উল্লেখ করে প্রেস সচিব পোস্টে লিখেছেন, যখন প্রধান উপদেষ্টার ভাষণ শেষ হলো, তখন সেখানে উপস্থিত আমাদের অনেকেই তার সঙ্গে ছবি তুলতে চাইলেন। তিনি অনুরোধে সাড়াও দিলেন। এরপর যখন প্রেস টিম ছবি তোলার জন্য তার সঙ্গে দাঁড়ালেন, তখন কোথায় থেকে বেশ কয়েকটি কাক এসে আমাদের মাথার ওপর একটি গাছের ডালে বসল। এরপর কর্কশ কণ্ঠে ডাকতে শুরু করল! তখন কোকিলটিও চলে গেল।
'এই পরিবেশে কারা খলনায়ক তা নিশ্চিতভাবে আমাদের সবারই জানা'- এ কথা উল্লেখের মধ্যে দিয়ে পোস্টটি শেষ করেছেন প্রেস সচিব।