কয়লা সংকটে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে

কয়লা সংকটের কারণে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমেছে।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ১৬২ মেগাওয়াটে নেমে আসে। এর আগে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদনের পরিমাণ ছিল ৮০০-১০০০ মেগাওয়াট।
বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) গত ৬ থেকে ১২ এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়টাতে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ছিল ১৫০-১৬২ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, সরবরাহকারীরা জাহাজে যে কয়লা পাঠিয়েছিল, সেগুলো ছিল ভেজালযুক্ত। তাই এসব কয়লার একটি চালান ফেরত পাঠানো হয়েছে। ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ৬৩ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। তবে সেই কয়লায় ভেজাল থাকায় খালাস না করে চালানটি ফেরত পাঠানো হয়।