ইসরায়েলবিরোধী মিছিল থেকে ভাঙচুর: চট্টগ্রামে চার মামলায় আসামি ১২০০, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে গত সোমবার বিকেলে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে করা কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে কেএফসি ও পুমার আউটলেট এবং নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত দুই দিনে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, মিছিল থেকে নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে হামলায় ঘটনায় কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ ও চকবাজার থানায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এসব মামলায় গতকাল একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আজ কোতোয়ালি থানায় তিনজন ও খুলশী থানায় চারজন এবং গতকাল চকবাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিশেষ ক্ষমতা আইনে করা মামলাগুলোতে মোট ১২৩০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।'
উল্লেখ্য, গত সোমনার বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অন্তত ২৬ সামাজিক-রাজনৈতিক ও ছাত্র সংগঠন ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল বের করে। ইসরায়েলি পণ্য বযকটের ডাক দেওয়ার পাশাপাশি এসব মিছিল থেকে কেএফসি, পিজা হাট, পুমার আউটলেটে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এছাড়াও, কোমল পানীয় কোকাকোলা লোগো সংবলিত বিভিন্ন রেস্টুরেন্টের সাইনবোর্ড ও ফ্রিজ ভাঙচুর করা হয়।