ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: গ্রাহকদের উদ্দেশে বাটা

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও মিছিলের থেকে বাটা ইসরায়েলি পণ্য এমন অভিযোগে দেশের বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রাহকদের উদ্দেশে বার্তা দিয়েছে বাটা কর্তৃপক্ষ।
সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রাহকদের উদ্দেশে বিবৃতি দেয় প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের উদ্দেশে ওই বার্তায় বলা হয়, 'আমরা লক্ষ্য করছি বাটাকে ঘিরে বিভ্রন্ত তথ্য ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত। বাটা একটি ব্যক্তিগত, পারিবারিক মালিকানাধীন চেক রিপাবলিক ভিত্তিক কোম্পানি, ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই'।
'বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই', বলা হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, 'বাংলাদেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা নিয়ে ১৯৬২ সাল থেকে বাটা বাংলাদেশে নিরলসভাবে তাদের সেবা দিয়ে চলছে, গুণগত মান নিশ্চিত করছে। বাটা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সম্মান রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ'।