ছবিতে বিমসটেক শীর্ষ সম্মেলনে ড. ইউনূস

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পৌঁছান প্রধান উপদেষ্টা।
এরপর প্রধান উপদেষ্টা বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে কী নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন।
এক পর্যায়ে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বিমসটেকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।





