জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর জাতীয় ঈদগাহে আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি নামাজে অংশ নেন।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম এবং মোকাব্বিরের দায়িত্ব পালন করেন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তথ্য অনুযায়ী, এবার প্রায় ৯০ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
ছেলেকে নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে নাজাজ পড়তে আসেন মো. সাইফুল ইসলাম।।তিনি বলেন, 'সবাই যেন ভেদাভেদ ভুলে আমরা এক সঙ্গে চলতে পারি।'