শনিবার পদ্মা সেতুতে ৪ কোটি ৭ লাখ টাকা টোল আদায়

শেষ সময়ে ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের উপস্থিতিতে মুখরিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকা।
শনিবার (২৯মার্চ) ২৪ ঘণ্টায় ঈদযাত্রায় সেতু পাড়ি দিয়েছে ৩৬ হাজার ৯২৪টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিনভর মাওয়া প্রান্ত হয়ে ২৪ হাজার ৩০৫ ও জাজিরা প্রান্ত হয়ে ১২ হাজার ৬১৯টি যানবাহন সেতু পাড়ি দেয়। পারাপারকারী যানবাহনের মধ্যে ছিলো ৮ হাজার ৭৫৫টি মোটরসাইকেল।
আবু সাদ জানান, আজ রোববার (৩০ মার্চ) সকাল থেকে যানবাহনের উপস্থিতি রয়েছে। তবে কোন যানজট নেই। সেতুতে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। আজও মোট ৮টি বুথ দিয়ে যানবাহনের টোল আদায় হচ্ছে। এর মধ্যে দুটি বুথ দিয়ে মোটরসাইকেল ও বাকি ৬টি বুথ দিয়ে অন্যান্য যানবাহন পারাপার হচ্ছে। মোটরসাইকেলের জন্য অস্থায়ী একটি টোল বুথ রয়েছে।
প্রসঙ্গত, এর আগে শুক্রবার (২৮মার্চ) ২৪ ঘণ্টায় ঈদযাত্রায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার টাকা।