পদ্মা সেতুতে চালু হলো ইলেকট্রনিক টোল, গাড়ি না থামিয়েই যেভাবে দিতে হবে

পদ্মা সেতুতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু হয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আজ থেকে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু হওয়ার বিষয়টি জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
নতুন এ সিস্টেমের মাধ্যমে গাড়ি না থামিয়েই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। এতে ভ্রমণ আরও দ্রুত হবে এবং টোলপ্লাজায় ভিড় কমবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশে এ ব্যবস্থা চালু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসেবায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের লক্ষ্য হলো যাতায়াতকে দ্রুত ও আরামদায়ক করা, বিশেষ করে নিয়মিত যাত্রীদের জন্য। দেশের বড় কোনো অবকাঠামো প্রকল্পে নন-স্টপ টোল আদায়ের এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে এবারই প্রথম চালু হচ্ছে।
যেভাবে টোল পরিশোধ করা যাবে
পদ্মা সেতুতে এখন থেকে আরএফআইডি (রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) ট্যাগযুক্ত যানবাহন থামানো ছাড়াই টোল দেওয়া যাবে। এ ট্যাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে সংগ্রহ করা যাবে।
ইটিসি সিস্টেমে সেবা নিতে হলে ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টিএপি (TAP) অ্যাপে গিয়ে 'ডি-টোল' অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে একবারের জন্য আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
নিয়ম অনুযায়ী, প্রথমবার সেতু পার হওয়ার সময় যাত্রীদের টোল প্লাজায় গিয়ে তাদের আরএফআইডি ট্যাগ নিবন্ধন ও যাচাই করতে হবে।
প্রক্রিয়া শেষ হলে গাড়িচালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।
আগামী মাসগুলোতে সরকার টিএপি ছাড়াও অন্যান্য আর্থিক অ্যাপে ইটিসি সেবা চালুর পরিকল্পনা করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ২আই (অ্যাসপায়ার টু ইনোভেট) কর্মসূচি ইতোমধ্যে আরও বেশি প্ল্যাটফর্মকে এই ব্যবস্থায় যুক্ত করার কাজ করছে, যাতে সবার জন্য সেবা সহজলভ্য হয়।