সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের বিরুদ্ধে ৬৭ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা করেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় তমাল মনসুরের বিরুদ্ধে ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, তার তিনটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩২ হাজার টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্ট্রিট জ্যামাইকায় আফতাব স্কাইভিউ টাওয়ারে মনসুরের ৪৯ লাখ ৬০ হাজার ডলারের অ্যাপার্টমেন্ট রয়েছে।
এছাড়া, জ্যামাইকার ১৪৮ স্ট্রিট বিটুইন ৮৯ অ্যাভিনিউ এলাকায় বহুতল ভবনে ১৯ লাখ ৬০ হাজার ডলারের বিনিয়োগ এবং নিউ ইয়র্কের লট জ্যামাইকায় ১৪ লাখ ২০ হাজার ডলারের সম্পদের তথ্য পাওয়া গেছে।
সব মিলিয়ে ৮৩ লাখ ৪০ হাজার ডলার বা ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক (১ ডলার ৭৫-৭৭ টাকা হিসাবে)।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।