পল্লবীতে বহুতল ভবনে আগুন, নিহত ১

রাজধানীর পল্লবী এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুনে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভবনটির আট তলায় আগুন লাগে।
নিহতের নাম মাসুদা বেগম (৭০)। আট তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৭০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন।