বরিশালে সেনা সদস্যকে অপহরণ, বিএনপি নেতাসহ আটক ৩ জন

এক সেনা সদস্যকে অপহরণের অভিযোগে বরিশালের বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন অপহরণ হওয়া সেনা সদস্যের চাচা আ. মতিন কাজী। অপহরণ হওয়া সেনা সদস্যের নাম মো. জাফর।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গতকাল ২৪ মার্চ দুপুরে চাচা আ. মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপি নেতাকর্মীরা। পরে সেনাবাহিনী তাঁকে রাতে নগরীর লঞ্চঘাট এলাকার রিচমার্ট আবাসিক হোটেল থেকে উদ্ধার করে।
এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এবং মামলার নামধারী আসামি হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুর হোসেন সুজন ও হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য ইমরান খন্দকারকে আটক করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সেনা সদস্য তাঁর চাচার সঙ্গে এসেছিলেন একটা দরপত্র জমা দিতে। তিনি বরিশালে কর্মরত নন। টেন্ডার ড্রপ করতে এসেছিলেন। তাকে তো কেউ চিনে না। তখন সেখানে একটা ঝামেলা হয়েছে। এই ঘটনার পর তাকে থানায় ডেকে একটা মামলার এজাহার নেওয়া হয়েছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
এই ঘটনায় কেউ আটক আছে কি জানতে চাইলে তিনি বলেন, 'সেনাবাহিনী ৩ জনকে আটক করেছে। তাদের থানায় হস্তান্তর করবে।'