‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে’: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নতুন চক্রান্ত চলছে। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা হচ্ছে, বিশেষ করে সেনাবাহিনীকে।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
ফখরুল বলেন, 'ষড়যন্ত্রে কোনও লাভ হবে না। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করা, যেমনটি ফ্যাসিবাদী সরকারের সময় সংঘটিত হয়েছিল।' তিনি আরও বলেন, দেশকে অরক্ষিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, 'আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে, অথচ তারা সব গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে দাঁড়িয়েছে।'
বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।