ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে অংশ নিতে লন্ডন গেলেন আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে প্রত্যাশিত বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত মঙ্গলবার (১০ জুন) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে একইদিন সকালে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের কথা থাকলেও ঢাকায় রওনা দেওয়ায় সভায় উপস্থিত ছিলেন না আমীর খসরু। তবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমানসহ অন্যান্য নেতারা সেখানে অংশ নেন।
বৈঠকটি নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, 'খসরু ভাই মঙ্গলবার লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে।'
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইউনূস-তারেক বৈঠক একটি 'টার্নিং পয়েন্ট' হতে পারে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।