কোনো দলের অন্ধভক্ত হবেন না: শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে সারজিস

শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে এক পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। পরে বিশাল গাড়িবহর নিয়ে বোদা উপজেলায় রওনা হন তিনি।
সারজিস আলম বলেন, 'কথা নয়, কাজ করে দেখাতে চাই। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা প্রতিটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব।'
পঞ্চগড়বাসীর উদ্দেশে তিনি বলেন, 'আমরা ভুল করলে শুধরে দেবেন। কোনো দলের অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হলে আপনাদের মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাবো, যদি আপনাদের কথা রাখতে পারি, তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।'

তিনি আরও বলেন, 'আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন এসে কিছু টাকা ধরিয়ে দেন, আর ভোটের পর কোনো কাজে গেলে টাকার জন্য হাত পাতেন। নতুন বাংলাদেশে এসব আর হতে দেওয়া যাবে না।'
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অবস্থান তুলে ধরে সারজিস আলম বলেন, 'বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, সিন্ডিকেট আছে, তার বিরুদ্ধে এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।'
সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, 'জনপ্রতিনিধি নির্বাচনের আগে টাকা নেবেন না। তাহলে তারা পাঁচ বছর আপনাদের কাছে আসবে না।'
এদিকে বোদা উপজেলায় আয়োজিত পথসভায় সারজিস বলেন, তেল দিতে দিতে হাসিনাকে খুনি হাসিনা বানানো হয়েছে। কাউকেই যদি আপনি প্রশ্নের ঊর্ধ্বে রাখেন, সে স্বৈরাচার হবে। যেমন করে হাসিনা হয়েছে।
তিনি আরও বলেন, তরুণরা স্বৈরাচার সরকারের মতো এক সরকারকে বিদায় করতে পেরেছে, আশা রাখবেন আগামীতে এই তরুণরাই ভালো কিছু করবে।
পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সারজিস আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে তেঁতুলিয়ায় পৃথক কয়েকটি পথসভায় অংশ নেওয়ার পর নিজ এলাকা আটোয়ারীতে ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে।