আ.লীগকে নিষিদ্ধ করার লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত: সারজিস আলম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লড়াইয়ে নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (উত্তর) সারজিস আলম।
আজ (২১ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস বলেন, 'লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামীলীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে।'
এর আগে গতকাল রাতে এক ফেসবুক পোস্টে এনসিপির প্রধান সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ড. ইউনুস, আওয়ামী লীগ ৫ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই।
তিনি দাবি করেন, ১১ মার্চ সেনানিবাসে এক বৈঠকে তাকে এবং আরও দুজনকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল।