সংস্কার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে: আলী রিয়াজ

সংস্কার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে 'রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ড. রিয়াজ বলেন, 'রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি উঠছে, কারণ বিগত ১৫ বছরে বাংলাদেশে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো আরও দুর্বল হয়ে পড়েছে। স্বাধীনতার পর ৫৪ বছরে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দেখেছি, বিচার বিভাগ কীভাবে ধ্বংস করা হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগ পুনর্গঠনসহ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে পারে।'
তিনি আরও বলেন, 'ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরুত্থান ঠেকাতে কাঠামোগত পরিবর্তন জরুরি। জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে হলে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।'
সংস্কার শুধু সরকারের ইচ্ছার বিষয় নয়, বরং এটি রাজনৈতিক দল ও নাগরিকদের বহুল আকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন ড. রিয়াজ। তিনি বলেন, 'সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ও নাগরিক সনদ প্রণয়নে জনগণকে সোচ্চার হতে হবে।'