পুলিশের জন্য সুখবর: ঝুঁকি ভাতা, নতুন যানবাহন ও আবাসন সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নির্দেশনা

পুলিশ বাহিনীর কল্যাণ ও মাঠপর্যায়ের সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পুলিশের ঝুঁকিভাতা, নতুন করে যানবাহন কেনা এবং আবাসনের সমস্যা সমাধানের বিষয়ে নির্দেশনার খবর জানানো হয়।
গত ১৭ মার্চ মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তারা তাদের সুবিধা-অসুবিধার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। এসব বিষয়ে করণীয় ঠিক করতে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ সদস্য কাজ করেন, তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর মধ্যে পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ ও ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, চলমান নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে রয়েছে, সেগুলোতে অর্থ ছাড়ের ব্যবস্থা করা এবং ভাড়াকৃত ভবনে থাকা ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন তিনি।
পুলিশের এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণে মোটরসাইকেল কেনার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার কথাও বলেন প্রধান উপদেষ্টা।
এছাড়া, কর্মসম্পাদনের ভিত্তিতে জেলা পুলিশের শ্রেণিবিন্যাস করে পারফরম্যান্স কম এমন ইউনিটগুলোর কর্মক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় বিষয়ে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি।