ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সহিংসতা অধিক তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার গভীর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন গঠিত কমিটির নেতৃত্বে থাকবেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম।
এর আগে গঠিত তদন্ত কমিটির চিহ্নিত ১২৮ ব্যক্তির সংশ্লিষ্টতা পুনরায় যাচাই করবে নতুন কমিটি। পাশাপাশি, সংশ্লিষ্টদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে চিঠি পাঠাবে কমিটি।
তথ্য যাচাই শেষে দ্রুতই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে, যা অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার ভিত্তি হিসেবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে ১২৮ জনের তালিকা চূড়ান্ত নয় এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল (১৭ মার্চ) আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিবাদকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, এর আগে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করতে অধ্যাপক তাজমেরী এসএ ইসলামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।