হিজাব না পরায় ‘মোরাল পুলিশিং’: সাভার থেকে গ্রেপ্তার সেই যুবক

প্রকাশ্যে নারীদের প্রতি অশালীন মন্তব্য এবং অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খান নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার থানা পুলিশ এক সংবাদ বিবৃতিতে জানায়, সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে বলা হয়, একটি ফেসবুক পেইজের ভিডিওতে তাকে পাগল বেশে হিজাব ছাড়া বের না হওয়ার কারণে বিভিন্ন নারীর প্রতি অশালীন মন্তব্য করতে দেখা যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মন্তব্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে সব মেয়েদের হেয় করছেন।
ভিডিওতে কম বয়সি মেয়েদের প্রতি তার অশালীন মন্তব্য রয়েছে। বিশেষ করে একটি ভিডিওতে থাকা দু'জন মেয়ে নিজেদের সনাতন ধর্মাবলম্বীর বলে পরিচয় দিলেও হৃদয় খান তাদের উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার প্রসঙ্গ তোলেন।
বিবৃতিতে বলা হয়, '[একইসঙ্গে] অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল, যা সমাজে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা।'
এছাড়াও, তার বক্তব্যের মাধ্যমে সমাজে মা-বোনদের মধ্যে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাভার থানা পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।