নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার (৯ মার্চ) বিকেলে ক্যাম্পাসে পৃথকভাবে তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু করেন। এ সময় মুখে লাল কাপড় বেঁধে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'নতুন বাংলাদেশে আমরা ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনাগুলো দেখতে চাই না। গত ১৫ বছরের স্বৈরাচার সরকারের আমলে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠার ফলে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছ।'
এ সময় শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ধর্ষকদের বিচার নিশ্চিতের এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।
ধর্ষকের শাস্তির দাবিতে একইদিন সকাল সাড়ে ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ও চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া দুপুর দেড়টার দিকে একই দাবিতে পৃথক মানববন্ধন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে মানববন্ধন দুটি অনুষ্ঠিত হয়।

জাবিতে ধর্ষণবিরোধী মঞ্চ গঠন
নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 'ধর্ষণবিরোধী মঞ্চ' নামে একটি প্ল্যাটফর্ম ও কমিটি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
আজ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গঠিত এ কমিটির ঘোষণা দেওয়া হয়।