জুলাই আন্দোলনে ভবনের কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি: ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনা এবং ভবনের কার্নিশ ঝুলন্ত একজনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রোববার (৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন বলে প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এদের নামপরিচয় এখনই প্রকাশ করা হবে না। এতে করে তারা সতর্ক হয়ে যেতে পারেন কিংবা পালিয়ে যেতে পারেন। যখন তাদের গ্রেপ্তার করা হবে তখনই সবাই দেখতে পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ জুলাই আফতাবনগরের একটি হোটেলে কর্মরত আমির হোসেন (১৮) বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার সময় মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করতে দেখেন।
রাস্তার দুই পাশে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি পাশের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে ছুটে যান এবং ছাদের দিকে উপরে চলে যান। পুলিশ তার পিছু ধাওয়া করে।
এরপর যা ঘটল তা পুরো জাতিকে হতবাক করেছে। ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, আমির মরিয়া হয়ে একটি রড আঁকড়ে ধরেছেন যখন তিনি ভবনের চতুর্থ তলার ধার থেকে ঝুলছেন। এ সময়ও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।