মব সহিংসতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারাদেশে মব জাস্টিসের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মব নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ধরনের ঘটনা রোধে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণকে সচেতন করতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবসময় এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বিদেশি নাগরিকদের ওপর হামলা ও বাসায় প্রবেশের মতো ঘটনার পাশাপাশি গত ছয় মাস ধরে গণপিটুনির ঘটনাসহ চলমান পরিস্থিতির সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করে বলেন, 'আমি অস্বীকার করব না যে ঘটনাগুলো ঘটছে। তবে যেখানেই এগুলো ঘটুক না কেন, আমরা সঙ্গে সঙ্গে দায়ীদের আইনের আওতায় আনছি।'
উপদেষ্টা আরও বলেন, পুলিশ কর্মকর্তারা নিজেরাই আক্রমণের শিকার হয়েছেন, যা জনসচেতনতার গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।আরও জোর দেয়।
তিনি বলেন, 'যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের বাবা-মা এবং অভিভাবকেরা শাসন করে। এসব উচ্ছৃঙ্খল জনতা ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না করতে পারে, সে ব্যাপারে বাবা-মায়ের ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমেরও একটি বড় ভূমিকা রয়েছে মব প্রতিরোধে।'
অপারেশন চালানোর নামে বাসা-বাড়িতে হামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার।'
দেশে অপরাধের রেড জোনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি দেখেছি ঢাকা- রাজশাহী জোন ও টাঙ্গাইল জোনে এ ঘটনাটা বেশি হচ্ছে। সেটা যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে তারা আগে থেকে আরও বেশি তৎপর থাকে। তারা অনেক তৎপর রয়েছেও।
ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধ রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে তিনি জনবলের অভাব, নিবেদিত থানার অভাব এবং যানবাহনের ঘাটতির কথা স্বীকার করেন।
তিনি এই বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে বলেন, একটি সক্রিয় টুরিস্ট পুলিশ বাহিনী আরও বেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সাহায্য করবে এবং অর্থনীতিতে অবদান রাখবে।