অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেন।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মার্কিন কর্তৃপক্ষের প্রত্যাবাসন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয় এবং যাদের ফেরত পাঠানো হবে তাদের যেন হাতকড়া না পরানো হয় সে বিষয়ে অনুরোধ জানানো হবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন গত ২০ জানুয়ারি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে একটি নির্বাহী আদেশ জারি করে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে আসেন, তবে ভারতীয় অভিবাসীদের সংখ্যাও উল্লেখযোগ্য, এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।