‘বিএনপি অফিসের পিয়ন’ পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী কে এই যুবক

ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে 'বিএনপি অফিসের পিয়ন' পরিচয়ে অসদাচরণের অভিযোগ উঠেছে সুমন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সুমন মিয়া আশুলিয়ার বাসাইদ এলাকায় থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওসির কক্ষে প্রবেশ করেন সুমন মিয়া। তিনি নিজেকে বিএনপির কেন্দ্রীয় অফিসের পিয়ন বলে পরিচয় দেন। কক্ষে ঢুকেই তিনি আশুলিয়া থানায় সদ্য যোগদান করা ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে 'ছাত্রলীগের ওসি' উল্লেখ করে তাকে বিব্রত করার চেষ্টা করেন। তিনি এও দাবি করেন যে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে বিএনপি অফিস থেকে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় ওসির কক্ষে উপস্থিত সাংবাদিকেরা ওই যুবকের পরিচয় এবং ওসিকে বিব্রত করার কারণ জানতে চান। তখন ওই যুবক নিজেকে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে বলেন, 'আমাকে স্যার বলছে উনি ছাত্রলীগের ওসি, তাই আসছি তার সাথে পরিচিত হতে'।
সাংবাদিকদের জেরার মুখে একপর্যায়ে সুযোগ বুঝে থানা থেকে সটকে পড়েন ওই যুবক।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেইজে এক পোস্টে বলা হয়, 'আশুলিয়া থানায় ঢুকে থানার ওসির সাথে বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে অসদাচরণ করা সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ফোন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।'
জাতনে চাইলে ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি গতকাল থানায় যাওয়ার পরপরই, সেখানে সাংবাদিকসহ আরও অনেকে ছিলেন। সবার আগেই ওই যুবক নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের ড্রাইভারের ভাই এ রকম একটা পরিচয় দিয়ে আমার সাথে পরিচিত হচ্ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে কেন আসছেন জানতে চাইলে তিনি বলেন, 'উনাকে তো ছাত্রলীগের ওসি বলে, এজন্যই আমি খোঁজ-খবর নিতে আসছি।'
তিনি বলেন, 'আসলে ব্যস্ততার কারণে পুরো বিষয়টি আমি খেয়ালও করতে পারিনি। পরে লোকজন তাকে বের করে দেয়।'
ওই যুবকের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে আশুলিয়া থানার পরিদর্শক মো. কামাল হোসেন টিবিএসকে বলেন, 'আমরা তার সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি'।