২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে রেকর্ড কম অর্থ ব্যয়
চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম পাঁচ মাসে (জুলাই- নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে মাত্র ২৮ হাজার ৪৪ কোটি টাকা ব্যয় হয়েছে। এর আগে কখনো এডিপিতে প্রথম পাঁচ মাসে এত কম অর্থ ব্যয় হয়নি।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আইএমইডির ওয়েবসাইটে ২০১০-১১ অর্থবছর থেকে এপর্যন্ত এডিপিতে অর্থ ব্যয়ের তথ্য দেওয়া আছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, সরকার পতন, প্রশাসনের অস্থিরতা সত্ত্বেও গত অর্থবছরের একই সময়ে এর চেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে অর্থ ব্যয় হয়েছিল ৩৪ হাজার ২১৫ কোটি টাকা।
এর আগের অর্থবছর যাথাক্রমে ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরে এডিপিতে ব্যয় হয়েছিল যথাক্রমে ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা এবং ৪৭ হাজার ১২২ কোটি টাকা।
