বেক্সিমকো টেক্সটাইল ফের চালু করতে আগামী সপ্তাহে চুক্তি, কর্মসংস্থান ফিরে পেতে পারেন ২৫ হাজার কর্মী
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলসের কার্যক্রম আবারও চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) জনতা ব্যাংকের পর্ষদ খসড়া অনুমোদন করলেই জাপানি কোম্পানি রিভাইভাল, জনতা ব্যাংক এবং বেক্সিমকোর মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে তিন পক্ষ চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। জনতা ব্যাংকের পর্ষদ সভায় খসড়া অনুমোদনের পরই আনুষ্ঠানিক চুক্তি সই হবে।
জাপান-বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাসটেইনেবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ কোং লিমিটেড এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেড নিশ্চিত করেছে, তারা বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন ইজারা নিয়ে পুনরায় চালু করবে।
কারখানাটি বন্ধ থাকার পর এই নতুন উদ্যোগের ফলে ২৫,০০০-এর বেশি কর্মী কর্মসংস্থান ফিরে পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ইকোমিলি'র সহায়তায় নেওয়া এই উদ্যোগটি কর্মসংস্থান পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
