শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক ‘মুনাফা’ চালুর প্রস্তুতি নিচ্ছে আকিজ রিসোর্স
শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক 'মুনাফা' চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লাইসেন্স নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আকিজ রিসোর্স।
কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহেই আবেদন জমা দেওয়া হবে।
আজ (২৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ''আমাদের প্রস্তাবিত ব্যাংকের নাম 'মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক'। এটি হবে সম্পূর্ণ শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক। আমরা এমন একটি ইসলামিক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা অংশীদারিত্বভিত্তিক লাভ-বণ্টন, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে।''
তিনি আরও বলেন, ''ইতোমধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করেছি। তাদের অনেকেই গভীর আগ্রহ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহের মধ্যেই আমরা আবেদন জমা দেবো।''
বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২ নভেম্বর পর্যন্ত করেছে।
আগের সরকারের সময়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছিল। সেসময় ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে 'নগদ' ও 'কড়ি'-এই দুটি অনুমোদন পেলেও, অর্থায়ন নিয়ে জটিলতার কারণে তাদের কার্যক্রম স্থগিত ছিল।
আকিজ রিসোর্সের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা তৌফিক হাসান বলেন, 'ডিজিটাল ব্যাংকিং খাতে দ্রুত পরিবর্তন ও ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এটি আমাদের জন্য ব্যাংকিং খাতে প্রবেশের আদর্শ সময়।'
আকিজ রিসোর্সের প্রধান ডিজিটাল ও উদ্ভাবনী কর্মকর্তা (সিডিআইও) মো. ফিরোজ কবির বলেন, 'বাংলাদেশে ব্যাংকিং সেবার সহজলভ্যতা ও সক্ষমতা নতুনভাবে সংজ্ঞায়িত করতে আকিজ রিসোর্স একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম তৈরি করেছে। গ্রাহকরা কোনো লেনদেন ফি ছাড়াই নির্বিঘ্ন আর্থিক সেবা পাবেন।'
তিনি আরও বলেন, 'শক্তিশালী প্রযুক্তিনির্ভর অবকাঠামো ইতোমধ্যেই প্রস্তুত, যা আমাদের উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি নাগরিককে আর্থিকভাবে ক্ষমতায়নের প্রতিশ্রুতির প্রতিফলন।'
'মুনাফা' ডিজিটাল ব্যাংকের মূল লক্ষ্য
মুনাফা ডিজিটাল ব্যাংক তার কার্যক্রমের জন্য তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রথমত, নিম্ন ও মধ্যম আয়ের পরিবার, প্রবাসী বাংলাদেশি, তরুণ, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবার সহজলভ্যতা নিশ্চিত করা।
দ্বিতীয়ত, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য মূল্যশৃঙ্খলাভিত্তিক অর্থায়ন মডেলের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো।
তৃতীয়ত, 'সবার জন্য শরিয়াহ-ভিত্তিক ব্যাংকিং'—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ইসলামিক ব্যাংকিং সেবা দিতে চায়।
লাইসেন্স পেলে মুনাফা ডিজিটাল ব্যাংক ২০৩০ সালের মধ্যে ২ কোটি সক্রিয় অ্যাকাউন্ট এবং ৩৫ লাখ ডিজিটাল কনজিউমার ফাইন্যান্স গ্রাহক অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।
