মদ ও মাদক থেকে শুল্ক আদায় বাড়ানোর লক্ষ্য সরকারের

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মাদকসহ এনবিআর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা বাড়ানো হয়েছে। এ খাতের আওতায় মাদক ও মদ আমদানির শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব, নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
সোমবার (২ জুন) টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
নতুন বাজেটে এনবিআর-বহির্ভূত খাত থেকে মোট ১৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরের মূল বাজেটে এ লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ১৪ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।
মাদক আমদানিতে শুল্ক বাবদ চলতি অর্থবছরের (যা জুনে শেষ হচ্ছে) বাজেটে ৫০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল। আগামী অর্থবছরে এটি বাড়িয়ে ৮৫০ কোটি টাকা করা হয়েছে।
যানবাহন কর থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বাজেট ও সংশোধিত বাজেটে এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ১,৫০০ কোটি টাকা।
ভূমি রাজস্ব খাতে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ২,২৫০ কোটি টাকা। নতুন অর্থবছরে তা বাড়িয়ে ২,৭২৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি থেকে ২০২৫-২৬ অর্থবছরে ১১,৮৮৬ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। চলতি বাজেটে এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ১০,০০০ কোটি টাকা।
সারচার্জ থেকে আগামী অর্থবছরে ১,৫৪১ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটে ছিল ৭৫০ কোটি টাকা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এটি দেশের ৫৪তম এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।