কৃষিখাতে বরাদ্দ ২৭,২২৪ কোটি টাকা, কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৭ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে বাজেটের পরিমাণ ছিল ২৭ হাজার ২১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৪ হাজার ৬৯৬ কোটি টাকা।
আজ সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্যাকেজিংসহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষিপণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের সাপ্লাই চেইনের সকল অংশীজনের একটি পূর্ণাঙ্গ ডেটাবেইজ তৈরি, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা, কৃষিপণ্য রপ্তানির জন্য বন্দর অবকাঠামো উন্নয়ন ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ছাড়াও কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির জন্য ৫৯টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, দারিদ্র বিমোচন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে ১ হাজার ৯০১টি কেন্দ্রের মাধ্যমে সারা দেশে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১ কোটি ২২ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে মাসে পরিবার প্রতি ৫ কেজি চাল বিতরণ করা হচ্ছে।
আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীতকরণ, এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।