অভ্যন্তরীণ বিমানের জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৭.৪৩ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ (১৩ মে) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের জন্য জেট ফুয়েল জেট এ-১ এর দাম কমিয়েছে।
নতুন সমন্বয় অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ এয়ারলাইনগুলোকে প্রতি লিটার ফুয়েলের জন্য ৯৩ টাকা ৫৭ পয়সা দিতে হবে, যা পূর্বের ১১১ টাকা থেকে ১৭ টাকা ৪৩ পয়সা কম। আন্তর্জাতিক এয়ারলাইনের জন্যও ০.১৪৩৪ ডলার দাম কমিয়ে প্রতি লিটারে ০.৭৫০০ ডলার থেকে ০.৬০৬৬ ডলারে নামানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, এই নতুন দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।
অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) স্টোরেজ ও বিক্রয় চার্জ নতুন করে নির্ধারণ করেছে, যা প্রতি লিটার ফুয়েলের জন্য ৪.০৪ টাকা।
পদ্মা অয়েল কোম্পানি বিক্রয় চার্জ পুনঃনির্ধারণ করে প্রতি লিটারে ৮৮ পয়সা নির্ধারণ করেছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি বিপিসি জেট ফুয়েলের দাম পুনঃনির্ধারণের প্রস্তাব দেয় এবং ২৩ মার্চ বিইআরসি এ প্রস্তাবের উপর গণশুনানি আয়োজন করে।
সাধারণত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জেট ফুয়েল আমদানি করে এবং পদ্মা অয়েল লিমিটেড এককভাবে এয়ারলাইনগুলোকে সরবরাহ করে।
সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়াম দেশের প্রথম কোম্পানি হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ হাজার ৮০০ ব্যারেল জেট ফুয়েল উৎপাদন করবে।
এয়ারলাইনগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন নয় হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।