মে মাসের ১১ দিনে রেমিট্যান্স এল ৯২ কোটি ২০ লাখ ডলার

চলতি মাসের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৩ শতাংশ বেশি।
আজ সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর একই সময়ে ১০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
গত বছরের মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৮১ কোটি ৪০ লাখ ডলার।
এর আগে চলতি মাসের প্রথম সাতদিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি।
গত বছর মে মাসের প্রথম সাতদিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার।
এ বছর মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ।