কিস্তি ছাড়ে বিলম্ব, আইএমএফ ঋণের সব শর্ত মানলে পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণের বাদবাকি কিস্তির অর্থ দ্রুত ছাড় না পেলেও— বর্তমান অন্তর্বর্তী সরকার তা পেতে মরিয়া নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আইএমএফ-এর সব শর্ত এখনই পূরণ করা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা এখনই সম্ভব না। যদি সেটি করা হয়, তবে ডলারের বিনিময় হার ১৬০–২০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তখন পরিস্থিতি শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হতে পারে।"
বাংলাদেশ ইতোমধ্যে আইএমএফের ৪৭০ কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি পেয়েছে, যার মধ্যে ২.৩১ বিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় হয়েছে। বাকি ২.৩৯ বিলিয়ন ডলার এখনও পাওনা রয়েছে।
আইএমএফ এই ঋণের বিপরীতে বাংলাদেশের জন্য নানান কাঠামোগত ও নীতিগত সংস্কারের শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে আছে বিনিময় হার উদারীকরণ, ভ্যাট ও কর ব্যবস্থার সংস্কার এবং ব্যাংকখাতে শৃঙ্খলা আনয়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ।