ফেব্রুয়ারিতে বেসরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি ৬.৮২%, ২১ বছরে সর্বনিম্ন

গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা চলমান আছে, আইনশৃঙ্খলাও হয়েছে ব্যাহত। বেসরকারিখাতেও পড়েছে যার প্রভাব, গত ৭ মাসে এখাতের ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।
ফেব্রুয়ারিতে বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশ হয়েছে, যা ছিল ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০০৪ সালের ফেব্রুয়ারির পরে আর কখনো এতটা কম হয়নি বেসরকারিখাতে ঋণ।
দেশের ব্যাংকিং ও ব্যবসায়িকখাতে এটি ঘনীভূত সংকটেরই ইঙ্গিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ এনিয়ে টানা ৭ মাস তা কমল।
তাঁরা বলছেন, বাংলাদেশের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ এই সংকটকে আরও গভীর রূপ দিতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫ সালের জানুয়ারিতে বেসরকারিখাতের ঋণ বেড়েছিল ৭ দশমিক ১৫ শতাংশ, যা ২০২৪ এর ডিসেম্বরে ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। তার আগে নভেম্বরে ৭ দশমিক ৬৬, অক্টোবরে ৮ দশমিক ৩০, সেপ্টেম্বরে ৯ দশমিক ২০, আগস্টে ৯ দশমিক ৮৬, জুলাইয়ে ১০ দশমিক ১৩ এবং জুনে ৯ দশমিক ৮৪ শতাংশ হয়েছিল।
বেসরকারিখাতে ঋণ প্রবাহের এ নিম্নমুখী ধারা অবশ্য আওয়ামী লীগ সরকারের সময়েই ২০২২ সালের নভেম্বরে শুরু হয়। তবে ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পরে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে।