মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩%, তবে টানা তিন মাস পর বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি

মার্চে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯৩ শতাংশ হয়েছে, যা আগের মাসেও ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।
তবে টানা তিন মাস কমার পরে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে ৯.৩৫ শতাংশে পৌঁছেছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে যা ছিল ৯.৩২ শতাংশ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে গত ডিসেম্বর মাস থেকে মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিন মাস পর মার্চে ফের মূল্যস্ফীতি বেড়েছে।
বিবিএসের তথ্যানুযায়ী, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩ শতাংশ হয়েছে, যা এর আগের মাসে ছিল ৯.২৪ শতাংশ।
অন্যদিকে, মার্চে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭০ শতাংশে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৮ শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ১.৯৬ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধি হয়েছে ৪.৪৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৪.৪৭ শতাংশ।
এ সময়ে কৃষি এবং সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১.২৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৪.০৯ শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৭৮ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ৭.১০ শতাংশ।
এ সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়েছে।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যা ছিল ১.০৪ শতাংশ।