পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা
ভারতের পশ্চিমবঙ্গের নতুন একটি চলচ্চিত্রে প্লে ব্যাক করলেন বাংলাদেশের সংগীতশিল্পী সিঁথি সাহা। তার সঙ্গে গেয়েছেন পশ্চিমবঙ্গের আরেক সংগীতশিল্পী সৌমদ্বীপ।
'ও রঙ্গিলা' শিরোনামের গানটি রেকর্ডিং এরইমধ্যে শেষ হয়েছে। চলচ্চিত্রের নাম বনবিবি।
কিছুদিন আগে সিঁথি সাহা ভারতে যান। সেখানে বেশ কয়েকটি কাজে অংশ নেন তিনি। তবে, অনুপ জালোটার সঙ্গে গজল গেয়ে আলোচনায় আসেন তিনি।
দেশে ফেরার আগের দিন তিনি কলকাতায় গান করেন। সিঁথি জানান, পরিচালক রাজদ্বীপ ঘোষ পরিচালিত বনবিনি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নোমিত্র। সুন্দরবন এবং তার আশপাশের এলাকায় এরইমধ্যে শুরু হয়েছে এর শুটিং।
গান গেয়ে বেশ উচ্ছসিত সিঁথি সাহা। তিনি বলেন, 'খুব ভালো লেগেছে। আমি বেশ আনন্দিত। সামনে আরও কিছু গান করার কথা রয়েছে।' ও রঙ্গিলা সিনেমার গানটির সুর করেছন সৌম্যদ্বীপ শিকদার।
জানা গেছে, পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, শাহানা বাজপেয়ীর এই চলচ্চিত্রে গান গাওয়ার কথা রয়েছে।
