কঠিন রোগের সঙ্গে লড়তে লড়তে ভেঙে পড়ছেন সামান্থা!

এক এক দিন মন ভাল রাখার রসদ খুঁজে নেন। তবে বাকি দিন ছায়াবন্দি হয়ে কেটে যাচ্ছে ভারতের দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর। বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন এ জনপ্রিয় তারকা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ছবি মুক্তির আগে আমেরিকায় ছুটে গিয়েছিলেন চিকিৎসা করাতে। তারপর প্রচারের মাঝে একের পর এক বিষণ্ণ পোস্ট অভিনেত্রীর।
সম্প্রতি লিখেছেন, "মাঝেমাঝে মনে হয়, সামনে আর কিছু নেই।" আবার লিখলেন, "লড়াইটা কঠিন, কিন্তু আমিও তৈরি।" স্পষ্টই, জীবন তাকে দোটানায় ফেলে দিয়েছে। যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন নায়িকা। তার পোস্টের নীচে মনের জোর রাখতে বলছেন অনুরাগীরাও। ভালবাসা এবং শুভেচ্ছাবার্তায় সকলেই জানালেন, পাশে আছেন।
তবু কি জোর পাচ্ছেন সামান্থা? সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, "কিছু কিছু দিন খুব খারাপ যায়। মনে হয়, আর টানতে পারব না। কিন্তু তারপরই মনে হয়, এতটা পথ এলাম। শেষে তো জিতে যেতেও পারি!"
গত ২৯ অক্টোবর ইনস্টাগ্রামে নিজের বাঁ হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। ছবির নীচে নাতিদীর্ঘ ক্যাপশনে জানান, তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত। শরীরে এই রোগ বাসা বাঁধলে পেশির প্রদাহ শুরু হয়। দেহের সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে স্বাভাবিক রোগ প্রতিরোধকারী ব্যবস্থা। ফলে পেশি দুর্বল হতে থাকে। সামান্থা জানান, তিনি যে মায়োসাইটিসে আক্রান্ত, সেটা কয়েক মাস আগেই জানতে পেরেছেন। তার সুস্থ হতে অনেকটা সময় লাগবে।
খবর পেয়ে ইন্ডাস্ট্রির বহু তারকা সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সৎভাই অখিল আক্কিনেনি-সহ আরও অনেকেই।
সামান্থারও আশা, তিনি সেরে উঠবেন দ্রুত। ভাল থাকার বিভিন্ন পন্থা খুঁজে নিজের ছবি পোস্ট করেন মাঝেমাঝে। সামনে তেলেগু ছবি 'যশোদা'তে দেখা যাবে সামান্থাকে। ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি। হাতে আরও রয়েছে 'খুশি', যেখানে বিজয় দেবারাকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করবেন নায়িকা। তারপর 'সিটাডেল'-এও বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে তাকে।