Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 29, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 29, 2025
‘রঞ্জনা’ই হচ্ছেন ‘বেলা বোস’? নতুন ছবি ঘিরে অঞ্জন দত্তের টিমে দ্বন্দ্ব চরমে!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
01 August, 2021, 01:10 pm
Last modified: 01 August, 2021, 01:29 pm

Related News

  • আগাথার একই উপন্যাস থেকে শোয়ার্জনেগার ও স্ট্যালনের অ্যাকশন সিনেমা—দুটোই ফ্লপ
  • তিতাস একটি নদীর নাম: আরেকবার
  • বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • ১১০ কোটি ডলার আয় করে চীনের সর্বকালের সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড ‘নে ঝা ২’-এর

‘রঞ্জনা’ই হচ্ছেন ‘বেলা বোস’? নতুন ছবি ঘিরে অঞ্জন দত্তের টিমে দ্বন্দ্ব চরমে!

'বেলা বোস' কে হবেন, তা নিয়ে নাকি ইতোমধ্যেই জোর বিবাদ পরিচালক অঞ্জন দত্ত ও প্রযোজক রানা সরকারের মধ্যে। দুজনের মধ্যেই নাকি চলাচলি হয়েছে নরম গরম কথা। বিবাদে উঠে এসেছে পার্ণো মিত্রের নামও।
হিন্দুস্তান টাইমস
01 August, 2021, 01:10 pm
Last modified: 01 August, 2021, 01:29 pm
'রঞ্জনা আমি আর আসব না' চলচ্চিত্রের একটি দৃশ্যে পার্ণো মিত্র ও অঞ্জন দত্ত

২০১১ সালে গিটার সরিয়ে 'রঞ্জনা'কে বড়পর্দায় হাজির করেছিলেন ভারতীয় খ্যাতিমান গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। এরপর ফের একবার নিজের আরও একটি হিট গানকে ভিত করে ছবি তৈরি করতে চলেছেন অঞ্জন। 'বেলা বোস'। অঞ্জন দত্তের 'বেলা বোস'।

২৪৪১১৩৯ নম্বরের ফোনের ওপারে বসা থাকা সেই বেলা বোসকে এবার বড়পর্দায় দর্শকদের সামনে আনতে চলেছেন অঞ্জন দত্ত স্বয়ং, সে খবর ইতোমধ্যেই অনেকের জানা। আর বড়পর্দায় বেলা বোসকে আনার পেছনে যার ইচ্ছে এবং সঙ্গত পরতে পরতে লেগে রয়েছে, তিনি এ ছবির প্রযোজক রানা সরকার।

এবার জানা গেল, 'বেলা বোস' হিসেবে পার্ণো মিত্রকে প্রযোজকের প্রাথমিক পছন্দ থাকলেও সরাসরি সেই 'অপশন' নাকি পত্রপাঠ উড়িয়ে দিয়েছেন অঞ্জন দত্ত। অথচ ১০ বছর আগে বড়পর্দাতে 'রঞ্জনা আমি আর আসব না' পার্ণো মিত্রকে তিনিই দর্শকদের সামনে হাজির করিয়েছিলেন।

কী এমন হলো, যার জন্য 'রঞ্জনা'কে আর 'বেলা বোস' বানাতে চাইছেন না অঞ্জন?

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, চলতি বছরের প্রথম দিকেও অঞ্জন দত্তের সঙ্গে পার্ণো মিত্র রসায়ন জমাট না হলেও বেশ 'টক মিষ্টি'ই ছিল। এরপর পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির হয়ে রাজনীতির ময়দানে যখন নামেন এই জনপ্রিয় অভিনেত্রী, তারপর থেকেই তার দূরত্ব শুরু হয় অঞ্জন দত্তের সঙ্গে।

'রঞ্জনা আমি আর আসব না' চলচ্চিত্রের দৃশ্যে পার্ণো ও অঞ্জন

বিজেপিতে পার্ণোর যোগদান নিয়ে প্রকাশ্যেই হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন এই বিখ্যাত অভিনেতা-পরিচালক। পাল্টা মুখ খুলেছিলেন পার্ণোও। এরপর পানি গড়িয়েছে বহুদূর। শোনা গিয়েছিল, সম্পর্কের সুর কেটে গেছে অভিনেত্রী আর পরিচালকের মধ্যে। 

অন্যদিকে, পশ্চিমবঙ্গের বরাহনগরের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালেও হেরে যান 'রঞ্জনা'। তবে এরপরও বিজেপি নেত্রীর সঙ্গে কোনোরকম কথার আদানপ্রদান করেননি অঞ্জন।

সূত্রের খবর, সম্প্রতি পার্ণো মিত্রের সঙ্গে 'বেলা বোস' নিয়ে নাকি একটি ছোট বৈঠকও সেরে ফেলেছিলেন 'বেলা বোসের জন্য' ছবির প্রযোজক রানা সরকার। তবে অঞ্জন দত্তের কানে এ খবর যেতেই রানা সরকারকে সরাসরি তিনি 'না' বলে দেন। ওই সূত্রের তরফে আরও জানা গেছে, এক ও একমাত্র পরস্পরের সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক অবস্থানের জন্যই নাকি অঞ্জন দত্ত ও পার্ণো মিত্রের মধ্যে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত

এ বিষয়ে অঞ্জন দত্ত ও পার্ণো মিত্রকে হিন্দুস্তান টাইমসের তরফে বার কয়েক ফোন করা হলেও তারা তোলেননি। হোয়াটস অ্যাপেও এ প্রসঙ্গে কোনো কিছু জানাননি তারা।

এদিকে, এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে না চাইলেও পরে ফোনের ওপার থেকে রানা সরকার জানিয়েছেন, পার্ণো মিত্র 'বেলা বোস' হতে চাইলে তিনি অখুশি হবেন না; তবে এই ছবির ক্ষেত্রে অঞ্জন দত্তের কথাই শেষ কথা। 'বেলা বোস'-এর স্রষ্টাই এক্ষেত্রে 'ক্যাপ্টেন অব দ্য শিপ'। 

মজা করেই রানা সরকার বললেন, 'ওই যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আর এক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছেন আম্পায়ারটি কে।'

রঞ্জনা আসবে না...কিন্তু পার্ণো ? ? @parnomittra pic.twitter.com/jvVEZ5TGS3— Rana Sarkar (@RanaSarkar) July 30, 2021

তবে প্রশ্ন উঠেছে, নেটমাধ্যমে পার্ণোর সঙ্গে সদ্য একটি ছবি পোস্ট করেছেন রানা সরকার। ছবির ক্যাপশনও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ! টলিপাড়ায় গুঞ্জন, যদি পরিচালকই কথাই  শেষ কথা হয়, তাহলে এহেন পরিস্থিতিতে কেন পার্ণোর সঙ্গে সেলফি পোস্ট করলেন রানা? কেনই-বা ওরকম ক্যাপশন জুড়লেন তিনি? দুইয়ে দুইয়ে চার করা কিন্তু শুরু করে দিয়েছে দর্শক।

আরও শোনা যাচ্ছে, অঞ্জন যাই বলুন না কেন, পার্ণোকেই নাকি 'বেলা বোস' হিসেবে পছন্দ করা হয়েছে ছবি নির্মাণ সংস্থার তরফে। ঘনিষ্ঠ সূত্রের খবর, পার্ণোকে কেন্দ্র করে পরিচালক এবং প্রযোজকের মধ্যে নাকি ইতিমধ্যেই দ্বন্দ্ব উঠছে চরমে! দু'তরফেই নাকি চলেছে নরম গরম বাক্যের আদান প্রদান।

পার্ণো মিত্র। ছবি: সংগৃহীত

এদিন অঞ্জন কিংবা পার্ণো ফোন না ধরায় সেই জল্পনা যে আরও কংক্রিট হলো, সেকথা বলাই বাহুল্য।

পাশাপাশি, এদিন সন্ধ্যায় অঞ্জন দত্তও ফেসবুকে একটি ছোট্ট পোস্ট করেন 'বেলা বোস আসছে'। যদিও কে হচ্ছেন 'বেলা বোস', সে বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। এরমধ্যেই হাজারের ওপর শেয়ার হয়েছে সেই পোস্ট। তবে কি শেষপর্যন্ত পার্ণোই হচ্ছেন 'বেলা বোস'? জল্পনা কিন্তু বাড়ছে!


  • আরও পড়ুন: এবার বেলা বোসকে সিনেমায় আনছেন অঞ্জন

Related Topics

টপ নিউজ

অঞ্জন দত্ত / বেলা বোস / টলিউড / চলচ্চিত্র / পার্ণো মিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অবশেষে বাংলাদেশে আসছে গুগল পে
  • ছাত্ররা জানতেনই না তাদের বাড়ির নিচতলাতেই থাকেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
  • আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের উত্থান যেভাবে
  • আন্তঃনগর ট্রেনে আরও বেশি যাত্রাবিরতি দেওয়ার চাপে রেলওয়ে
  • আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
  • এটিএম আজহারুলের মুক্তির প্রতিবাদে মশাল মিছিলে হামলায় আহত ৫, অভিযোগ শিবিরের বিরুদ্ধে

Related News

  • আগাথার একই উপন্যাস থেকে শোয়ার্জনেগার ও স্ট্যালনের অ্যাকশন সিনেমা—দুটোই ফ্লপ
  • তিতাস একটি নদীর নাম: আরেকবার
  • বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • ১১০ কোটি ডলার আয় করে চীনের সর্বকালের সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড ‘নে ঝা ২’-এর

Most Read

1
অর্থনীতি

অবশেষে বাংলাদেশে আসছে গুগল পে

2
বাংলাদেশ

ছাত্ররা জানতেনই না তাদের বাড়ির নিচতলাতেই থাকেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

3
বাংলাদেশ

আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের উত্থান যেভাবে

4
বাংলাদেশ

আন্তঃনগর ট্রেনে আরও বেশি যাত্রাবিরতি দেওয়ার চাপে রেলওয়ে

5
বাংলাদেশ

আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

6
বাংলাদেশ

এটিএম আজহারুলের মুক্তির প্রতিবাদে মশাল মিছিলে হামলায় আহত ৫, অভিযোগ শিবিরের বিরুদ্ধে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net