৭৫ বছর বয়সে জীবনের প্রথম উপন্যাস লিখছেন ডলি পার্টন

প্রখ্যাত আমেরিকান গায়িকা ও গীতিকার ডলি পার্টন উপন্যাস লেখায় হাত দিয়েছেন। 'রান, রোজ, রান' উপন্যাসটি তার সঙ্গে যৌথভাবে লিখছেন আমেরিকান লেখক জেমস প্যাটারসন।
এ বইয়ের মাধ্যমেই ঔপন্যাসিক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে ৭৫ বছর বয়সী এবং ১০ বারের গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়িকা, গীতিকার, অভিনেত্রী, প্রডিউসার, থিম পার্ক টাইকুন ও মানবতাবাদী ডলির।

তার গাওয়া প্রচুর আইকনিক গানের মতো এই উপন্যাসের কাহিনিও গতানুগতিকের বাইরে জীবন কাটানোর বোধ ও ট্রমা ঘিরে। নিজ অতীত ট্রমা থেকে অনুপ্রেরণা নিয়ে মিউজিক দুনিয়া মাতিয়ে তোলার স্বপ্নে আগুয়ান রোজ নামে এক তরুণীর কাহিনি শোনাবে এটি।

আমেরিকান প্রকাশনী সংস্থা লিটল ব্রাউন থেকে প্রকাশিতব্য 'রান, রোজ, রান'-এর প্রি-অর্ডার ইতোমধ্যেই শুরু হয়েছে; উপন্যাসটি আগামী বছরের ৭ মার্চ প্রকাশ পাওয়ার কথা।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট