২৫ বছর পর ব্রিটনির চাকরি ছাড়লেন ম্যানেজার

২৫ বছর ধরে জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকারী ল্যারি রুডলফ আনুষ্ঠানিকভাবে চাকরি ছেড়েছেন।
ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্স ও কো-কনজারভেটর জোডি মন্টগোমারির কাছে অব্যহতিপত্র পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রুডলফ।
গানের জগত থেকে ব্রিটনির 'আনুষ্ঠানিক অবসর নেওয়ার ভাবনা'ই তাকে এমন সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করেছে বলে জানান ৫৭ বছর বয়সী এই ম্যানেজার। ১৯৯০-এর দশকে ব্রিটনির জীবনের প্রথম রেকর্ডিং চুক্তি থেকে শুরু করে এতদিন তার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন রুডলফ।
ইচ্ছের বিরুদ্ধে ব্রিটনিকে পারফর্ম করতে হয়েছিল, লস অ্যাঞ্জেলেসের এক আদালতে বিচারকের কাছে স্বয়ং গায়িকার এমন অভিযোগ উপস্থাপনের দুই সপ্তাহ পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তার ম্যানেজার।
'ব্রিটনির সঙ্গে আমার শেষবার যোগাযোগ হয়েছে, তা-ও আড়াই বছরের বেশিকাল হতে চলল। সে সময়ে তিনি আমাকে জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য বিরতি নিতে চান,' অব্যাহতি পত্রে লিখেছেন রুডলফ।

'আজ জানতে পারলাম, ব্রিটনি (গানের দুনিয়া থেকে) আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার ব্যাপারে আওয়াজ তুলছেন। তার ম্যানেজার হিসেবে আমি বিশ্বাস করি, যেহেতু আমার আর কোনো পেশাগত সেবা ব্রিটনির লাগবে না, তাই তার টিম থেকে আমার অব্যাহতি নেওয়াই তিনি শ্রেয় বলে মনে করছেন।'