সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত রাজ ও তুশি

গতকাল (বৃহস্পতিবার দিবাগত) রাত তিনটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী নাজিফা তুষি। রাজধানীর গুলশান এভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে রাজ ও তুষি ছাড়াও আহত হন খায়রুল বাশার ও জুনায়েদ বোগদাদী।
জানা যায়, রাত প্রায় তিনটার দিকে গাড়িটি (ঢাকা মেট্রো গ ১৩-৩০০০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে আঘাত করে। ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
আশপাশের ভবনের নিরাপত্তাকর্মী ও পুলিশ এগিয়ে এসে আহতদের গাড়ির ভেতর থেকে বের করেন এবং দ্রুত হাসপাতালে পাঠান।
তারা এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শরীফুল রাজের ঘনিষ্ঠ এক পরিচালক জানান, গাড়িটি চালাচ্ছিলেন রাজ নিজেই। তারা গুলশানের একটি রেস্টুরেন্টে 'নেটওয়ার্কের বাইরে' মুভির একটি সাকসেস পার্টি থেকে ফিরছিলেন।
মুভিটি সম্প্রতি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।
জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। তাদের আইসিউইতে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।