শিবসেনাদের হুমকির মুখে ওয়াই প্লাস শ্রেণির নিরাপত্তা পাচ্ছেন কঙ্গনা

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে সরব 'গ্যাংস্টার' ও 'কুইন'খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এমনকি মুম্বাইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলেও অভিহিত করেছেন তিনি।
তার অবস্থানের পক্ষে-বিপক্ষে শুধু বলিউড পাড়ায়ই নয়, সোরগোল পড়ে গেছে সারা দেশে।
এদিকে, মহারাষ্ট্রের শাসক শিবসেনা-এনসিপি নেতারাদের একের পর এক আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন কঙ্গনা। করা হয়েছে তার কুশপুত্তলিকা দাহ। এমনকি তাকে মুম্বাইয়ে ঢুকতে না-দেওয়ার 'হুমিক'ও দিয়েছে মহারাষ্ট্রের শাসক গোষ্ঠী।
এমন সংঘাতময় আবহে বলিউড ললনাকে 'ওয়াই প্লাস' ক্যাটাগরির নিরাপত্তা দিলো দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এমন সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা।
এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, মহারাষ্ট্র সরকারের প্রতি একটানা আক্রমণের পুরস্কার পেলেন এই বলিউড নায়িকা। অবশ্য এ সিদ্ধান্তের প্রতি প্রশ্ন তুলেছে তার বিরোধী পক্ষ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তায় সর্বক্ষণ থাকবেন একজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার। আরও থাকেন ১১ জন আধা সামরিক বাহিনীর (মূলত সিআরপিএফ) সৈন্য। তাদের মধ্যে দুই থেকে তিনজন কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত।
সুশান্তের মৃত্যুর পরে বলিউডের একাংশের বিরুদ্ধে মাদক গ্রহণ ও স্বজনপোষণের অভিযোগে সরব হন কঙ্গনা। তাছাড়া শিবসেনার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তিনি তর্কে জড়ান। এইসব কারণেই তাকে এমন নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এখনো এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে এমন নিরাপত্তা ব্যবস্থা পেয়ে টুইটবার্তায় কঙ্গনা লিখেছেন, 'এর মাধ্যমে প্রমাণ হলো, ফ্যাসিবাদীরা কোনো দেশপ্রেমিকের কণ্ঠরোধ করতে পারে না। অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি হয়তো আমাকে বলতেই পারতেন, কয়েকদিন পরে মুম্বাইয়ে ফিরতে। তিনি একজন ভারতকন্যাকে সম্মান দিয়েছেন এবং তার আত্মসম্মান ও গর্বকে রক্ষা করেছেন।'
এই নায়িকার মুম্বাইয়ে ফেরার কথা বুধবার।
কঙ্গনা দীর্ঘদিন ধরেই বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের নানাবিধ নীতির পক্ষে বিভিন্ন সময়ে কথা বলতে দেখা গেছে তাকে। তবে সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে সরাসরি শিবসেনার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি।
এদিকে কঙ্গনাকে পাল্টা আক্রমণ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, 'যে শহর জীবিকার জোগাড় করে দেয়, সেই শহরের প্রতি কিছু মানুষ কোনো কৃতজ্ঞতা থাকে না।'
কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, 'একটি শহরের নিন্দা করার কারণে একজনকে সরকারি নিরাপত্তা দেওয়া হলো!'
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটবার্তায় লিখেন, 'যখন ভারতে এক লক্ষ মানুষ পিছু ১৩৮ জন পুলিশ রয়েছে এবং ৭১টি দেশের মধ্যে শেষের দিক থেকে পঞ্চমে রয়েছে ভারত, তখন বলিউডের টুইটার ব্যবহারকারীরা কেন ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি নিরাপত্তা বাহিনীকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারেন না?'
এদিকে রোববার পালি হিলসে কঙ্গনার অফিসে তল্লাশি চালায় বৃহন্মুম্বাই পৌরসভা। এ নিয়ে টুইটবার্তায় বলিউড তারকা লিখেন, '১৫ বছর ধরে কঠোর পরিশ্রমের পর উপার্জনের টাকায় এই অফিস বানিয়েছি। একটাই স্বপ্ন ছিল, যখন চিত্রনির্মাতা হব, নিজের অফিস থাকবে। কিন্তু সেই স্বপ্ন গুঁড়িয়ে যাবে বলেই মনে হচ্ছে এখন।'
- সূত্র: আনন্দবাজার পত্রিকা