যে কারণে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে বলিউড অভিনেতা সোনু সুদকে। সর্বোতভাবে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সোনুর সাহায্য চেয়েছেন, এমন কাউকেই খালি হাতে ফেরাননি তিনি।
এবার শোনা যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে নিজের সর্বস্ব উজাড় করে দিলেন সোনু সুদ।
গরিব মানুষের সাহায্যে প্রয়োজনীয় ১০ কোটি টাকা সংগ্রহের জন্য মুম্বাইয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা।
জানা গিয়েছে, জুহুতে অবস্থিত নিজের ছয়টি ফ্ল্যাট এবং দুটো দোকান বন্ধক রেখেছেন সোনু সুদ। মানিকন্ট্রোল সেই সম্পত্তির বন্ধকী কাগজ হাতে পেয়েছে, যেখানে দেখা গিয়েছে গত ১৫ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করেছেন সোনু সুদ, এবং সেগুলি রেজিস্ট্রার হয়েছে গত ২৪ নভেম্বর। এবি নায়ার রোডে অবস্থিত একটি বিল্ডিংয়ে রয়েছে সোনুর এই সম্পত্তি, যা মুম্বাইয়ের ইসকন মন্দিরের খুব কাছে অবস্থিত। লোন সংগ্রহের জন্য ৫ লক্ষ টাকার রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন সোনু সুদ।
'এইরকম মানবিক উদ্যোগ আগে কখনো শুনিনি। এই সম্পত্তিগুলোর মালিকানা সোনু সুদ ও তার স্ত্রীর নামে থাকলেও এই সম্পত্তির বিনিময়ে মাসিক টাকা পাবেন তারা, তাদের ১০ কোটির লোনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ হিসাবে দিতে হবে দম্পতিকে', মানিকন্ট্রোলকে জানান ওয়েস্ট ইন্ডিয়া রেসিডেনসিয়্যাল সার্ভিসেসের সিনিয়র ডিরেক্টর রীতেশ মেহতা।
জানা গিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে এই সম্পত্তিগুলো বন্ধক রেখেছেন সোনু সুদ ও তার স্ত্রী সোনালি সুদ।
করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বাস, ট্রেন, এমনকি বিমানের ব্যবস্থা করতে দেখা গিয়েছে সোনু সুদকে। নিজের চেষ্টায় কয়েক হাজার পরিযায়ীকে নিরাপদে ঘরে ফিরিয়েছেন সোনু। পিপিই কিটেরও ব্যবস্থা করেছেন অভিনেতা।
করোনা অতিমারীর আবহে যখন সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে এড়িয়ে চলা অথবা ঠান্ডা ঘরে বসে আর্থিক সাহায্য করে দায় উদ্ধার করাটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে , সেখানে প্রথম থেকেই রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অভিনেতাকে।
সোনুর এই মানব দরদী ভূমিকার জন্য সবমহল থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসেই তার এই মহান কর্মযজ্ঞকে কুর্নিশ জানিয়ে পুরস্কৃত করল রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসডিজি ( সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ) স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন সোনু সুদ।