মুক্তি পেল 'ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য' ঘিরে লেডি গাগার মিউজিক্যাল শর্ট ফিল্ম '৯১১'

আমেরিকান তারকা গায়িকা লেডি গাগার সর্বশেষ স্টুডিও অ্যালবাম 'ক্রোম্যাটিকা' মুক্তি পায় এ বছরের ২৯ মে। এই অ্যালবামের গান '৯১১'-এর মিউজিক ভিডিও তিনি শুক্রবার প্রকাশ করেছেন।
মিউজিক ভিডিওকে এ সময়ে শর্ট মিউজিক্যাল ফিল্মও বলেন অনেকে। গাগাও '৯১১'-কে এমনটাই দাবি করেছেন।
আরও দাবি করেছেন, এই 'শর্ট ফিল্মে' তার 'ব্যক্তিগত মানসিক স্বাস্থ্যে'র স্বরূপ ফুটিয়ে তোলার।
প্রায় চার মিনিট সময়ব্যাপ্তির এই মিউজিক ভিডিও পরিচালনা করছেন তারসেম সিং।
ভিডিওটির প্রিমিয়ার শেষে গাগা বলেন, 'এই শর্ট ফিল্ম আমার কাছে একান্তই ব্যক্তিগত। আমার মানসিক স্বাস্থ্যের অভিজ্ঞতা এবং যে তরিকায় বাস্তবতা ও স্বপ্ন আমাদের ভেতরে ও চারপাশে থাকা নায়কদের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে, সেটির দেখা মেলবে এখানে।'
এর আগে, এ মাসের শুরুতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানটি পারফর্ম করার পর থেকেই এই মিউজিক ভিডিওর জন্য অধীর অপেক্ষা করছিলেন গাগা ভক্তরা।

আগস্টে শুট করা ভিডিওতে দেখা যায়, আদিগন্ত মরুভূমিতে চোখে কাপড় বেঁধে শুয়ে আছেন গাগা। খানিক দূরে ঘোড়া নিয়ে হাজির হন এক পুরুষ। জনশূন্য বালি-প্রান্তরে ওই আগন্তুকের শব্দ পেয়ে উঠে বসেন তিনি। আর তখনই স্বপ্নময় যত ঘটনা ঘটতে থাকে।
এদিকে, নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের কাল্পনিক 'পুঁচকে দৈত্যদের' উদ্দেশ্যে এই গায়িকা লিখেছেন, 'আমি এখন জেগে আছি। তোমাদের দেখতে পাচ্ছি। তোমাদের করছি অনুভব। যখন খুব ভয়ে ছিলাম, আমার ওপর আস্থা রেখেছ বলে ধন্যবাদ তোমাদের। যা কিছু একদিন আমার কাছে প্রাত্যহিক বাস্তব জীবনের অংশ ছিল, আজ সেটি সিনেমা। আজ সেটি একটি সত্যি গল্প হয়ে বর্তমান নয়, অতীত হয়ে উঠেছে। এ এক বেদনার কাব্য।'
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন