মুক্তির ২ সপ্তাহের মধ্যেই ‘ক্রুয়েলা’র সিকুয়েলের কাজ শুরু!

'ক্রুয়েলা' চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২ সপ্তাহও পার হয়নি। কেন্দ্রীয় চরিত্রে এমা স্টোন অভিনীত, সাড়া জাগানো এই চলচ্চিত্রের একটি সিকুয়েলের প্রাথমিক কাজ এরইমধ্যে শুরু করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি।
জানা গেছে, ওই সিকুয়েলেও যথারীতি নিজ ভূমিকায় দায়িত্ব পালন করবেন 'ক্রুয়েলা' পরিচালক ক্রেগ গিলেস্পি ও স্ক্রিনরাইটার টনি ম্যাকনামারা।
১৯৫৬ সালে প্রকাশিত ডডি স্মিথের 'দ্য হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডালমাসিয়ানস' উপন্যাস অবলম্বনে ১৯৬১ সালে ওয়াল্ট ডিজনি প্রোডাকশনস স্টুডিও 'ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডালমাসিয়ানস' নামে একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম নির্মাণ করেছিল। সেই কাহিনির ভিলেনগুলোর একজন ক্রুয়েলা দু ভিল। ওই চরিত্রের বিস্তার নিয়েই 'ক্রুয়েলা'।

বেশ কয়েকটি সিনেমা-হলের পাশাপাশি গত ২৮ মে অনলাইন স্ট্রিমিং 'ডিজনি+'-এ মুক্তি পায় এ চলচ্চিত্র। ইতোমধ্যেই এটি বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৪৮ মিলিয়ন ডলার আয় করেছে।
-
সূত্র: দ্য হলিউড রিপোর্টার