টেইলর সুইফটের চমক, করোনাদিনের গান নিয়ে আচমকাই নতুন অ্যালবাম প্রকাশ

আগে-ভাগে কাউকে বুঝতে দেননি। হুট করেই ঘোষণা দিলেন নতুন অ্যালবাম মুক্তি দেওয়ার। দিলেনও। এভাবে, এই করোনাভাইরাস মহামারিকালে সারা দুনিয়ায় থাকা অনুরাগীদের চমক দিয়েছেন আমেরিকান তারকা কণ্ঠশিল্পী টেইলর সুইফট। বৃহস্পতিবার মাঝরাতে আনুষ্ঠানিকভাবে মুক্তি দিয়েছেন স্টুডিও অ্যালবাম- 'ফোকলোর'; সঙ্গে নতুন একটি গানের মিউজিক ভিডিও- 'কার্ডিগান'।
গত বছরের আগস্টে মুক্তি পাওয়া 'লাভার'-এর পর এটি তার অষ্টম স্টুডিও অ্যালবাম। গান রয়েছে ১৬টি। কোভিড-১৯-এ কোয়ারেন্টিনের দিনগুলোতেই তৈরি হয়েছে গানগুলো।
এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে সুইফট লিখেন, 'এ বছরের গ্রীষ্মের জন্য যা কিছু পরিকল্পনা করে রেখেছিলাম, (করোনাভাইরাসের কারণে) তার বেশির ভাগই করতে পারিনি; অথচ পরিকল্পনায় ছিল না, এমন কিছু একটাই করা হয়ে গেল!'
"আর তা হলো আমার অষ্টম স্টুডিও অ্যালবাম- 'ফোকলোর'। আমার খামখেয়ালি, স্বপ্ন, ভয় ও ভাবনায় ভরা" এর গানগুলো।
অ্যালবামটিতে তিনি লিখেছেন, 'আইসোলেশনে থাকার দিনগুলোতে আমার কল্পনাশক্তি যেন পাগলাটে হয়ে গেছে; আর এই অ্যালবাম তারই নজির।'
'কলম হাতে তুলে নেওয়া' ছিল আমার কাছে বাস্তবতা থেকে 'কল্পরাজ্যে, ইতিহাসে ও স্মৃতিঘোরে পালানোর ফলাফল,' লিখেছেন তিনি।
অন্যদিকে, 'কার্ডিগান' মিউজিক ভিডিওর শুরুতে সুইফটকে দেখা যায় এক আয়েশি কেবিনে বসে পিয়ানো বাজাতে।
'ফোকলোর' অ্যালবামে প্রডিউসার ও 'দ্য ন্যাশনাল' ব্যান্ডের গিটারিস্ট আরন ডেসনারের সঙ্গে কাজ করেছেন সুইফট। ১৬টি গানের মধ্যে ১১টিরও যুগ্মলেখক ডেসনার। অন্যদিকে, একটি গানের যৌথলেখক ও যুগ্ম-কণ্ঠশিল্পী বন আইভার। উইলিয়াম বোওয়ারি যৌথভাবে লিখেছেন দুটি গান। তাছাড়া সুইফটের নিয়মিত প্রডিউসার, গীতিকার ও কণ্ঠশিল্পী জ্যাক অ্যান্টোনফ এই নতুন অ্যালবামেও হাজির থেকেছেন।
'ফোকলোর'-এ থাকা গানগুলোর শিরোনাম: 'দ্য ওয়ান', 'কার্ডিগান', 'দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডাইনেস্টি', 'এক্সাইল', 'মাই টিয়ারস রিকোচেট', 'মিররবল', 'সেভেন', 'আগস্ট', 'দিস ইজ মি ট্রাইং', 'ইলিসিট অ্যাফেয়ার্স', 'ইনভিজিবল স্ট্রিং', 'ম্যাড ওম্যান', 'এপিফ্যানি', 'বেটি', 'পিস' ও 'হক্স'।
- সূত্র: হলিউড রিপোর্টার