ক্যানসারের কাছে হেরে গেলেন ‘গার্লস অ্যালাউড’ গায়িকা সারা হার্ডিং

ব্রিটিশ-আইরিশ পপ গার্ল গ্রুপ 'গার্লস অ্যালাউড'-এর গায়িকা সারা হার্ডিং মারা গেছেন। দীর্ঘদিন স্তন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারার বয়স হয়েছিল ৩৯ বছর।
গায়িকার মা মারি এই দুঃসংবাদ এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
'গভীর বেদনা নিয়ে জানাচ্ছি, আমার আদুরে মেয়ে সারা দুর্ভাগ্যক্রমে আর নেই,' লিখেন মারি। তিনি আরও লিখেন, 'আপনারা নিশ্চয় জানেন, সারা ক্যানসারের সঙ্গে লড়ছিল। শেষ দিনটি পর্যন্ত অসুখটির বিরুদ্ধে সব শক্তি দিয়ে লড়ে গেছে সে। অবশেষে আজ (রোববার) ঘুমের মধ্যেই চিরঘুমে হারিয়ে গেল।'

ব্রিটিশ এ গায়িকার শরীরে গত বছরের আগস্টে স্তন ক্যানসার ধরা পড়ে। মৃত্যুর চার মাস আগে প্রকাশ পায় তার স্মৃতিকথা 'হিয়ার মি আউট'।

বলে রাখা ভালো, ২০০২ সালে রিয়ালিটি শো 'পপস্টারস: দ্য রাইভালস'-এ সারা হার্ডিং, শেরিল টুইডি, ন্যাডিন কোল, নিকোলা রবার্টস ও কিম্বারলি ওয়ালসকে নিয়ে 'গার্লস অ্যালাউড' প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে ভেঙে যায় গ্রুপটি।
-
সূত্র: পেজ সিক্স/নিউইয়র্ক পোস্ট