করোনাভাইরাস মোকাবিলায় একগুচ্ছ প্রকল্প নিয়ে মানুষের পাশে শাহরুখ খান

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের দেশের মানুষকে সহায়তা করতে মাঠে নেমেছেন বিভিন্ন দেশের সেলিব্রিটিরা। বলিউড তারকারাও এতে পিছিয়ে নেই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে পাশে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তারপরেই অক্ষয় কুমার ২৫ কোটি টাকা অনুদান দেন, অনুদান দেন সারা আলি খান, কার্তিক আরিয়ানের মতো অভিনেতারাও। এবার অনুদানের হাত বাড়ালেন বলিউড সম্রাট শাহরুখ খান। তবে বাকিদের মতো একবারও অনুদানের অঙ্কের উল্লেখ করেননি তিনি, বরং বিভিন্ন ক্ষেত্রে বড় পরিমাণে সাহায্যের ঘোষণা করেছেন তিনি। খবর এনডিটিভির।
নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে কিং খান লিখেছেন, "এই সময়ে আপনার চারপাশের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করতেই হবে- সে আপনার সঙ্গে সম্পর্কিত নাও হন বা পরিচিত হন বা অপরিচিত হন- তাদের একা বোধ করতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই একে অপরকে দেখাশোনা করার কথা নিশ্চিত করি, সামান্য কিছুই করি সাধ্যমতো। ভারত এবং সমস্ত ভারতীয় একই পরিবার, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং প্রার্থনা করতে ভুলবেন না। "
পিএম কেয়ার'স ফান্ডে অনুদানের পাশাপাশি আরও বহু সাহায্যের ঘোষণা দিয়েছেন শাহরুখ। তার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রেড চিলি'র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় এই তথ্য। এর মধ্যে রয়েছে:
১. কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা মেহতা এবং জয় মেহতা পিএম কেয়ার'স তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২. রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর মালিক গৌরী খান এবং শাহরুখ খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।
৩. মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের সমর্থন এবং সুরক্ষার জন্য ৫০,০০০ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই-এর যোগান।
৪. মীর ফাউন্ডেশনের সঙ্গে মিলে মুম্বইয়ের ৫৫০০ পরিবারকে আগামী এক মাস খাবার দেওয়ার সংকল্প।
৫. গরিব এবং প্রায় ২৫০০ দিনমজুরদের জন্য এক মাসের খাবারের বন্দোবস্ত।
৬. প্রায় ১০০ জন অ্যাসিড আক্রান্তদের এক মাসের আর্থিক সহায়তা।